Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ৪১৫ জন, মোট সুস্থ ৬৯০১

দেশে গত ২৪ ঘণ্টায় ৪১৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৬ হাজার ৯০১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২৬.৫৩ শতাংশ, মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

আজ রোববার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৮০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬১০ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version