চাঁদপুরে অভিযান চালিয়ে নকল স্যাভলন ও হ্যান্ড স্যানিটাইজারসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে তাকে আটক করা হয়। এসময় নকল স্যাভলন মজুত করে রাখা একটি বাসারও সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে এক লিটারের ৫০০ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫০০ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার জব্দ করা হয়।
আটক সোয়েব মোহাম্মদ কলিম (৪৫) চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। কলিম জানায়, করোনা পরিস্থিতি শুরুর পর থেকেই এ ধরনের ভেজাল ও নকল স্যাভলন হ্যান্ডওয়াশ স্যানিটাইজার ঢাকা থেকে সংগ্রহ করে চাঁদপুরের বিভিন্ন দোকানে বিক্রি করতো।
এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে সকল ভোক্তাদেরকে নিজস্ব স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের নকল পণ্য ক্রয় হতে বিরত থাকতে আহবান জানিয়েছেন তারা।
Leave a reply