মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই ভেনেজুয়েলাকে গ্যাসোলিন পাঠালো ইরান

|

মার্কিন নিষেধাজ্ঞা-হুঁশিয়ারি উপেক্ষা করেই ভেনেজুয়েলাকে গ্যাসোলিন পাঠালো ইরান। শনিবার সন্ধ্যায়, দেশটির জলসীমায় পৌঁছায় ৫ নৌবহরের প্রথম ট্যাংকার- ‘ফরচুন’।

পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। ট্যাংকার পৌঁছানোর পর তেহরানকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। কিন্তু, গ্যাসোলিনের অভাবে বন্ধ ছিলো তেল উত্তোলন। মিত্র রাষ্ট্রের সংকট কাটাতে তাই গ্যাসোলিন পাঠানোর সিদ্ধান্ত নেয় ইরান। দুটি দেশের ওপরই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। কিন্তু, সেটি আমলে না নিয়ে ১৫ লাখ ব্যারেলের বেশি গ্যাসোলিন সরবরাহ হলো। এখনো, আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ভেনেজুয়েলার সকল নাগরিকের পক্ষ থেকে আমি ইরানকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রেসিডেন্ট হাসান রুহানি ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও আয়াতুল্লাহ খোমেনিকে হৃদয়ের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞতা জানায়। পবিত্র রমজানের শেষদিনে ট্যাংকারটি এসে পৌছেছে। যা বিশেষ আনন্দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply