ঈদ জামাতকে কেন্দ্র করে মাগুরায় সংঘর্ষ, ভাঙচুর

|

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সরইনগর ও খদ্দররহুয়া গ্রামের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর লুটপাট ও ১০ জন আহত হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান জানান, সকালে খদ্দররহুয়া গ্রামের শেখপাড়া মসজিদে ঈদের জামাতে টাকা তোলাকে কেন্দ্র করে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্যার সমর্থক নুরল মোল্যা ও শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকিম বিল্লাহ সংগ্রামের সমর্থক বক্কার মোল্যার মধ্যে বাকবিতণ্ডা হয়ে পাশাপাশি দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় বেশ কিছু বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে ৫ পুলিশসহ ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড ফাঁকা গুলি করা হয়।ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply