করোনাভাইরাসে দু’মাসে সর্বনিম্ন প্রাণহানি দেখলো যুক্তরাষ্ট্র। ২৯ মার্চের পর প্রথমবার ২৪ ঘণ্টায় ৫০৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। বিশ্বজুড়ে এ সংখ্যা তিন হাজার ১শ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি।
এ নিয়ে বিশ্বজুড়ে প্রাণহানি এখন তিন লাখ ৪৮ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৫৬ লাখ মানুষ।
সোমবার সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। মারা গেছেন ৮শ’র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে ছাড়িয়েছে ২৩ হাজার ৫শ। আক্রান্ত পৌনে ৩ লাখের বেশি। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, পেরু-মেক্সিকোসহ মহামারির নতুন কেন্দ্রস্থল দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি এক লাখ ছুঁইছুঁই। আক্রান্ত ১৭ লাখের বেশি।
সংক্রমণের দিক থেকে তৃতীয় শীর্ষ দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখ ছাড়িয়েছে। এদিকে, মারাত্মক সংক্রামক করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Leave a reply