Site icon Jamuna Television

সিলেটে নতুন আরও ১৯ জন করোনায় আক্রান্ত

সিলেটের নতুন আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে তাদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়।

নতুন শনাক্ত হওয়া সবাই সিলেট মহানগর ও সদর উপজেলা, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৯ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। আর করোনামুক্ত হয়েছেন ১৭৮ জন।

Exit mobile version