Site icon Jamuna Television

সাবেক এমপি এম. এ মতিন মারা গেছেন

সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. এ মতিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সকাল ৯ টায় উত্তরা রেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সপ্তাহখানেক আগে তিনি উত্তরা নিজ বাসায় ব্রেন ষ্টোক করলে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার চারবারের সাবেক এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

এম. এ মতিনকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Exit mobile version