তাবিথই বিএনপির মেয়র প্রার্থী

|

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালের নাম চূড়ান্ত করেছে দলীয় মনোনয়ন বোর্ড।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় বিএনপি’র মনোনয়ন বোর্ডের সভা। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয় বৈঠকে। চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। পরে সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র প্রার্থিতা পাওয়াকে তারুণ্যের জয় হিসেবে আখ্যা দেন তাবিথ আওয়াল। বলেন, তরুণদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পাওয়াটা আমাকে অনুপ্রাণিত করছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি নির্বাচনেও দল সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন।এবারও তাকেই মনোনয়ন দেয়া হলো। তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply