Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার ১২০ নাগরিককে ফিরিয়ে নিতে ১৩ জুন বিশেষ ফ্লাইট

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ১২০ নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নিতে ১৩ জুন বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

বুধবার অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, বিশেষ ফ্লাইটটি নিশ্চিত করার জন্য তাদের সর্বনিম্ন ১২০ যাত্রী প্রয়োজন। প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পেলে আগামী ১৩ জুন ফ্লাইটটি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

হাইকমিশন প্রস্তাবিত তৃতীয় ফ্লাইটের বিস্তারিত তথ্যসহ দেশে ফিরতে যারা নিবন্ধিত হয়েছেন তাদের সবাইকে ইমেইল করেছে। অবশ্য, তৃতীয় বিশেষ ফ্লাইটটি ২৮ মে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেয়া হয়।

হাইকমিশন জানায়, যারা তৃতীয় ফ্লাইটে যাত্রার আগ্রহ প্রকাশ করেছিলেন তারা নিশ্চয়তা দিলেই তাদের সবাইকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

হাইকমিশন আরও জানিয়েছে, বিশেষ এ ফ্লাইটটি কেবল অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসাধারী এবং তাদের স্ত্রী, আইনি অভিভাবক ও শিশুদের জন্য উন্মুক্ত।

Exit mobile version