শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিতে করোনার সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা

|

হাজারো বিপত্তি পিছনে ফেলে যেমন ঈদের আগে বাড়িতে ফিরেছিলো দক্ষিণাঞ্চলের মানুষ, ঠিক একইরকমভাবে কর্মস্থলে ফিরতে শুরু করেছে তারা। ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে করোনার সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা করা হচ্ছে।

গণপরিবহন বন্ধ থাকায় মটরসাইকেল, মাইক্রোবাস, ইজিবাইকে ভেঙে ভেঙে ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরছে মানুষ। আর এতে চরম ঝুঁকির সাথে খরচ হচ্ছে ৪/৫ গুণ অর্থ। ঘাটে এসে পড়ছে আরও বিপত্তিতে। লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করে পার হতে গিয়ে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা ভজন কুমার সাহা সংক্রমণ কমাতে লঞ্চ ও স্পিডবোট চালুর করার দাবি জানিয়েছেন। সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply