বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩ লাখ ৫৭ হাজার ছাড়ালো প্রাণহানি। সংক্রমিত ৫৭ লাখ ৮৮ হাজারের বেশি। এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটিতে ৫ হাজার ২৮৩ জন মৃত্যুবরণ করেন। নতুনভাবে লাখের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
এরমাঝে যুক্তরাষ্ট্রেই একদিনের ব্যবধানে দ্বিগুণ অর্থাৎ দেড় হাজারের বেশি মানুষ মারা গেলেন করোনায়। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ২১শ’। প্রায় ১৮ লাখ মানুষ আক্রান্ত করোনায়।
বর্তমান হটস্পট ব্রাজিলে হাজারের ওপরেই রয়েছে নিত্য প্রাণহানির হিসাব। দেশটিতে সাড়ে ২৫ হাজার ছাড়ালো করোনায় মৃত্যু। আক্রান্ত ৪ লাখ ১২ হাজারের মতো মানুষ। এদিকে, মৃত্যু কম হলেও রাশিয়ায় একদিনে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজারের বেশি মানুষের শরীরে। ইউরোপে লক্ষ্যনীয়ভাবে কমেছে মৃত্যু আর সংক্রমণ। একারণেই, পুরোপুরি লকডাউন প্রত্যাহারের পথে হাটছে দেশগুলো।
Leave a reply