লকডাউনে বিয়ে স্থগিত, শোকে আত্মহত্যা যুবকের

|

সারা বিশ্বে করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সব কাজ। অনেক দেশে জারি করে লকডাউন। তেমনই লকডাউনের কারণে বিয়ে স্থগিত করা হয়। কিন্তু এতে ভেঙে পড়েন তিরিশ বছরের পাত্র। শেষ পর্যন্ত শোকে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে যুবক। এ ঘটনা ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের বিশ্বকর্মা নগরে। খবর-কলকাতা ২৪।

জানা যায়, বিহারের ওরাঙ্গাবাদের বিয়ে ঠিক হয়েছিল সঞ্জিতের। ২৫শে এপ্রিল বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে অনির্দিষ্টকালের জন্য বিয়ে পিছিয়ে যেতে মানসিক অবসাদে ভুগতে থাকে পাত্র সঞ্জিত গুপ্তা। গত শনিবার রাতে সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমুতে যায়। ভোর চারটের সময় তাঁর বাবা রাজেন্দ্র প্রসাদ গুপ্তা প্রাতঃকৃত্য সারতে উঠে সঞ্জিতের মৃতদেহ দেখতে পান।

উল্লেখ্য এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে সঞ্জিত। এর আগে ২০০০ সালে সঞ্জিতের বড় দাদা জলে ডুবে মারা যান। ২০১২ সালে নিখোঁজ হয়ে যান মেজ দাদা। পরপর তিন ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply