সিরাজগঞ্জে নৌকা ডুবির ঘটনায় আরও ৪ মরদেহ উদ্ধার

|

সিরাজগঞ্জে নৌকা ডুবির ঘটনায় আরও ৪ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনও ৮ জন নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় উপজেলার এনায়েতপুর থেকে ১ জন, খাস কাউলিয়ার চর থেকে ১ জন, পয়লার চর থেকে ১ জন ও স্থলচর এলাকা থেকে ১ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতদের মধ্যে একজন মানিকগঞ্জের সিংঙ্গায় এর আলম মিয়া। বাকি ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৭ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বুধবার সকালে জোতপাড়া এলাকা থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫ টার দিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ করতে হয়। এ নিয়ে এ নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply