দক্ষিণ আফ্রিকায় ১ জুন থেকে মসজিদ খুলে দেয়ার ঘোষণা

|

আগামী ১ জুন থেকে দক্ষিণ আফ্রিকার সকল মসজিদ, গীর্জা, মন্দিরসহ সব ধর্মের উপসনালয়গুলো পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাপুসা।

জাতীয় করোনা কমান্ড কাউন্সিল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, উপাসনালয়গুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ১ জুন থেকে উপাসনা করা যাবে। তবে ৫০ জনের বেশি লোক প্রার্থনায় জড়ো হতে পারবে না।

দেশটির রাষ্ট্রপতি আরও বলেছেন, উপাসনালয়গুলো প্রার্থনার পূর্বে এবং পরে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা বাধ্যতামূলক করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply