ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সাথে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৭ হাজার ৪৬৬ জন। যার ফলে দেশে মোট সংক্রামিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ জন।
মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন মানুষ। মৃত্যু হয়েছে ৪৭০৬ জনের। এদিকে ভারত চতুর্থ লকডাউনের শেষ সীমায় দাঁড়ালেও লাগাম দেওয়া গেল না সংক্রমণে।
আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, করোনায় মৃত্যুর দিক থেকে চীনকেও পিছনে ফেলেছে ভারত। আক্রান্ত হয়েছেন চীনের থেকে প্রায় দ্বিগুণ।
২০১৯ এর ডিসেম্বরে চীনের উহানে শুরু হয়েছিল করোনা সংক্রমণ। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সারা বিশ্বে ৫৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে কোভিড-১৯ এ। এছাড়া বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৩ লাখেরও বেশি।
Leave a reply