মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভর্তির পর আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোকলেছুর রহমান।
মৃত্যুবরণকারী ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ায়। তিনি ঈদের আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্বাভাবিক চলাফেরা করছিলেন। তিনি ঢাকায় বাস শ্রমিক হিসেবে কাজ করতেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোকলেছুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে চিকিৎসার সময় তার শরীরে করোনাভাইরাস উপসর্গ ছিল। পরে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনে অবহিত করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।
Leave a reply