বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের চারজন কর্মকর্তা-কর্মচারী একে একে আক্রান্ত হয়েছেন করোনায়। এ অবস্থায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত এ হাসপাতালে আজ শুক্রবার থেকে তিনদিন করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নমুনা পরীক্ষার পিসিআর ল্যাবটি জীবাণুমুক্ত করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালটির দায়িত্বপ্রাপ্ত ল্যাব প্রধান জাকির হোসেন।
দায়িত্বপ্রাপ্ত ল্যাব প্রধান জাকির হোসেন বলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুমতিতে ল্যাবের নমুনা পরীক্ষা কার্যক্রম আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকবে। এ সংক্রান্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে পাঠানো একটি চিঠি তাঁরা পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, হাসপাতালটির মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমেদ ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মুক্তা রানী ভৌমিক করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় হাসপাতালটির পিসিআর ল্যাব জীবাণুমুক্ত করার লক্ষ্যে ২৯ মে হতে ৩১ মে পর্যন্ত তিনদিন করোনাভাইরাস কার্যক্রম স্থগিত থাকবে এবং সোমবার (১ জুন) থেকে আগের মতো পিসিআর টেস্ট কার্যক্রম চলবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার হাসপাতালের একজন অফিস সহকারী ও একজন পরিচ্ছন্নতা কর্মীর করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এর আগে হাসপাতালের ল্যাব প্রধান শাকিল আহমেদ ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মুক্তা রানী ভৌমিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে হাসপাতালটির চারজন কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পজেটিভ এসেছে।
চট্টগ্রামে সর্বপ্রথম বিআইটিআইডিতেই শুরু হয় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা। গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে নমুনা পরীক্ষা শুরু করে প্রতিষ্ঠানটি।
Leave a reply