পশ্চিমা চলচ্চিত্র দেখলে গুনাহ হবে। দীর্ঘ একটা সময় এমনই একটা ধারণা বদ্ধমূল ছিলো সৌদি সমাজে। তবে দিন বদলাচ্ছে। পশ্চিমা সংস্কৃতিকে সাদরে গ্রহণ করতে শুরু করেছে আরবরা। গত বছরের শেষ দিকে এসে সৌদিতে সিনেমা হল চালুরও অনুমতি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
৩৫ বছরের বিরতির পর মার্চেই প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হবে সৌদি আরবে। এরিমধ্যে প্রথম কোন সিনেমার প্রদর্শনী হবে, সেটাও ঠিক হয়েছে গেছে। ২০১৭ সালের অ্যানিমেশন ফিল্ম ‘দি ইমোজি মুভি’ আসবে সৌদি মাল্টিপ্লেক্সের থ্রিডি পর্দায়।
এ বিষয়ে সুলতান আল ওতাবি রয়টার্সকে বলেন, এটা খুব আনন্দদায়ক যে আমাদের সিনেমা হলের অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক দেরিতে হলেও শুরু হয়েছে এ জন্য আল্লাহ তায়ালার প্রশংসা করছি।
অন্যদিকে ২য় সিনেমা হিসেবে ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ সৌদি আরবে মুক্তি পাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে ২০৩০ সালের মধ্যে ৩০০ সিনেমা হল তৈরি করা হবে।
টিবিজেড/
Leave a reply