বিশ্বজুড়ে ৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। সংক্রমিত ৬০ লাখের বেশি।
২৪ ঘণ্টার হিসাবে টানা দ্বিতীয় দিনের মতো ৫ হাজারের নীচে মৃত্যুহার রেকর্ড করা হলো। তবে, আরও সোয়া এক লাখের মতো মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন। যারমাঝে, একদিনে ১২শ’র বেশি মানুষের প্রাণহানি দেখলো যুক্তরাষ্ট্র; আরও ২৫ হাজার রোগী শনাক্ত।
এদিকে, মৃত্যুহারের দিক থেকে স্পেনকে টপকে গেলো ব্রাজিল। করোনাভাইরাসে প্রাণহানির দিক থেকে বর্তমানে ৫ম অবস্থানে রয়েছে লাতিন দেশটি। সবমিলিয়ে মারা গেছেন ২৮ হাজারের কাছাকাছি। সংক্রমিত ৪ লাখ ৬৮ হাজারের বেশি। এদিকে, টানাপোড়নের জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্কচ্ছেদ করলো যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস মহামারির ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নেয়নি যথার্থ সংস্কারের উদ্যোগ। একারণে, WHO’র সাথে সবধরনের সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র। বরং, সংস্থাটির তহবিলের জন্য বরাদ্দকৃত অর্থ বিশ্বের অন্যান্য এলাকায় খরচ করবো। তবে, ভাইরাস এবং এটির বিস্তারের বিষয়ে চীনের কাছ থেকে জবাব চাই আমরা।
Leave a reply