বিশ্বজুড়ে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি নেমে এসেছে ৩ হাজারে

|

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণহানি নেমে এসেছে ৩ হাজারের কোঠায়।
এখন পর্যন্ত সবমিলিয়ে ৩ লাখ ৭৪ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড নাইনটিন।

বর্তমানে বিশ্বে মোট ৬২ লাখ ৬০ হাজার করোনা শনাক্ত রোগী রয়েছেন। স্বস্তির বিষয় হলো- সব দেশেই তুলনামূলকভাবে কমে এসেছে মৃত্যু। যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ পর হাজারের নীচে নেমেছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৩৭ জন; মোট আক্রান্ত ১৮ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।

চিকিৎসকদের শঙ্কা, যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের কারণে আরও ছড়িয়ে পড়বে করোনা ভাইরাস। এদিকে, ব্রাজিলে একদিনে ৪৮০ জনের মৃত্যু হয়েছে; সবমিলিয়ে ৫১ লাখ ছাড়ালো সংক্রমণ। রাশিয়াতেও ২৪ ঘণ্টায় অনেকটা কমে এসেছে মৃত্যু আর নতুন শনাক্তের হার।

এদিকে, করোনা নিয়ন্ত্রণে লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে স্পেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply