করোনাভাইরাস মহামারির মধ্যে শুরু হয়েছে ট্রেন চলাচল। নির্ধারিত সময়ে ছেড়েছে ট্রেন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন যাত্রীরা।
স্টেশন থেকে ট্রেনে উঠার সময় শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই। চোখে পড়েছে ঠেলা-ঠেলি করে উঠার সেই পুরনো চিত্র। বেশির ভাগ যাত্রী মাস্ক পরেছেন। কারো কারো হাতে গ্লাভসও দেখা গেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছু যাত্রী একেবারেই অসচেতন। বলতে গেলে অনেকটাই উদাসীন।
এদিকে রেল কর্তৃপক্ষ বলছেন, স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথভাবে ট্রেন স্যানিটাইজ করা হচ্ছে। যাত্রীদেরও সচেতন হতে বলা হচ্ছে। কিন্তু কিছু কিছু যাত্রী সচেতনতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ কতৃপক্ষের।
Leave a reply