যাত্রী পরিবহনে মালিক-শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, করোনা পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
আজ সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
এসময়, যাত্রীদের হুড়োহুড়ি না করা, মাস্ক পরিধান করে বাসে যাতায়াতের অনুরোধ করেন তিনি। পাশাপাশি দেশের এই দুর্যোগকালে বাস শ্রমিক ও মালিকদের মানবিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহন না করে অর্ধেক আসন অবশ্যই খালি রাখতে হবে। করোনা পরিস্থিতি কোনোভাবেই যেন খারাপের দিকে না যায় সেদিকে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি।
Leave a reply