মাঝারি আকারের ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। সোমবার সকালে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।
জাপানের আবহাওয়া অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী টোকিওর উত্তর-পূর্বে অবস্থিত ইবারাকি অঞ্চলের পূর্বদিকে ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
তবে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তা ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
সূত্র: আনাদলু
Leave a reply