বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন

|

বগুড়া ব্যুরো:

বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় সামাজিক দূরত্ব মেনে এই কর্মসূচি পালন করেন জোটভূক্ত বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বাম গণতান্ত্রিক জোট বগুড়ার জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদের জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা শাহাদৎ হোসেন শান্ত।

বক্তারা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যখন আরও কঠোর লকডাউন প্রয়োজন, তখন সেটা না করে সরকার অফিস-আদালতসহ গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এরপরও শুধু মালিকদের স্বার্থ বিবেচনা করে অযৌক্তিকভাবে বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলো। এটি জনগণের জন্য মরার ওর খাঁড়ার ঘা রূপে চাপিয়ে দেয়া হয়েছে।

করোনার এই সংকটকালে বাস ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান বক্তারা। এভাবে ভাড়া বৃদ্ধি না করে বিভিন্ন সড়কে সরকারি টোল আদায় বন্ধ এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবিও জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply