মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বললেন হিউস্টন পুলিশ প্রধান। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পকে চুপ থাকার পরামর্শ দেন শহর পুলিশ আর্ট আচেভেদো।
যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন ও সহিংসতার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন এই পুলিশ কর্মকর্তা।
হিউস্টন পুলিশের প্রধান আর্ট আচেভেডো, সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, গঠনমূলক কিছু বলতে না পারলে প্রেসিডেন্টের উচিত চুপ করে থাকা।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার আহবান, আপনি যদি গঠনমূলক কিছু না বলতে পারেন তাহলে আপনার মুখ বন্ধ রাখুন। যে বিক্ষোভ চলছে তা এটি কঠোরভাবে দমনের বিষয় না, এটি মানুষের মন ও হৃদয় জয় করার বিষয়। এটা হলিউড বা কোনো টিভি শো না, এই অবস্থায় সত্যিকারের নেতৃত্ব প্রয়োজন আমাদের।
Leave a reply