ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাবে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ জেলেসহ নিম্ন আয়ের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বুধবার কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশান কয়রার মাধ্যমে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রা থানার দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী এবং মহারাজপুর ইউনিয়নের ১৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রীসহ সুপেয় পানির বোতল বিতরণ করা হয়।
এছাড়াও কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত নলিয়ান ও কয়রা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ১০২ বান ঢেউটিন বিতরণ করা হয়।
এছাড়াও কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সুন্দরবনস্থ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জেলে পরিবারের মাঝে কাঠের নৌকা ও মাছ ধরার জাল বিতরণের জন্য নৌকা ও জাল তৈরির কাজ চলমান রয়েছে যা অতি শীঘ্রই বিতরণ করা হবে বলে জানায় তারা।
Leave a reply