লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ভৈরব ক্যাম্পের র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, হেলাল উদ্দিন হেলু, শহীদ মিয়া ও কবির উদ্দিন ও একজন মহিলা। এরা সবাই ভৈরবের বাসিন্দা।
আজ বুধবার দুপুরে ভৈরব ক্যাম্পে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং-এ র্যাব কর্মকর্তারা জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। লিবিয়ায় মানবপাচারের অভিযোগে গ্রেফতার করা হয় তিন জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকারও করে আসামিরা। এছাড়া জড়িত সন্দেহে আরো এক নারীকে আটক করা হয়েছে।
Leave a reply