Site icon Jamuna Television

চতুর্থবারের পরীক্ষায় ভোক্তা অধিকারের মনজুর শাহরিয়ারের করোনা নেগেটিভ

টানা তৃতীয়বার পজেটিভ আসার পর চতুর্থ ধাপে করোনা নেগেটিভ এসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের। বুধবার চতুর্থ দফার রেজাল্ট পাওয়া গেছে। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন মনজুর শাহরিয়ার।

তিনি বলেন, ২১ দিন পর করোনা নে‌গে‌টিভ এসেছে। এখন শ্বাসকষ্ট নেই। শরীরের ব্যথাও আগের তুলনায় অনেক কমেছে। শরীরের উন্নতি হচ্ছে। তবে এখনো হাসপাতালে ভর্তি আছি।

গত ১৩ মে করোনা পজেটিভ আসে মনজুর শাহরিয়ারের। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। ২৬ মে দ্বিতীয় দফা কোভিড-১৯ টেস্ট করানো হলে তার রিপোর্ট পজেটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ২৮ মে থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

Exit mobile version