গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৪ হাজার শলাকা বিদেশি সিগারেট ও ১০০ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা আটক করেছে শুল্ক গোয়েন্দা। ১৭০ কার্টনে এসব সিগারেট পাওয়া যায়। আটককৃত সিগারেট ৩০৩ ব্রান্ডের।
কুয়েত থেকে KW 283 ফ্লাইট মঙ্গলবার রাত ১২.৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। ৩ নং বেল্ট থেকে ০২টি লাগেজসহ যাত্রী সাইফুল ইসলামকে শুল্ক গোয়েন্দা আটক করে। তার কাছে এসব আমদানি নিষিদ্ধ সিগারেট ও ভায়াগ্রা স্প্রে পাওয়া যায়।
আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না এবং ভায়াগ্রা আমদানি নিষিদ্ধ। সিগারেটের উপর উচ্চশুল্ক পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা।
Leave a reply