ভারতে আবারও রেল দুর্ঘটনা

|

ভারতের উত্তর প্রদেশে লাইনচ্যুত হয়েছে ‘কৈফিয়ত এক্সপ্রেস’। বুধবার ভোরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭৪ আরোহী।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানানো হয়, আজমগড় থেকে নয়াদিল্লির দিকে আসছিলো ট্রেনটি। পথে, ট্রেনের ইঞ্জিন একটি ডাম্পারের সাথে ধাক্কা লাগলে; লাইনচ্যুত হয় ৯টি বগি। বর্তমানে, দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধার তৎপরতা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চলতি সপ্তাহে, উত্তর প্রদেশে এ নিয়ে দুটি ট্রেন পড়লো দুর্ঘটনার কবলে। শনিবার, উৎকল এক্সপ্রেস লাইনচ্যুত হলে প্রাণ হারান কমপক্ষে ২২ জন; আহত হন দেড় শতাধিক আরোহী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply