মানব জাতিকে করোনা ভাইরাসের মত মহামারি থেকে রক্ষা করতে দ্রুত টিকা উদ্ভাবনের আহবান জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টিকাদানই সংক্রামক বা ছোঁয়াচে রোগ মোকাবেলার অন্যতম উপায় হিসেবে প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈশ্বিক টিকা সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ভাইরাস মানবজাতির অস্তিত্বের জন্য হুমকির সৃষ্টি করতে পারে। তাই টিকে থাকার জন্য বিদ্যমান আরও নতুন টিকার প্রয়োজন হবে।
তিনি বলেন, ‘কেবল সকলের সদিচ্ছাই জিএভিআইর পূর্ণ তহবিল ও তাদের টিকাদান অবকাঠামো জোরদার নিশ্চিত করতে পারে এবং অতিরিক্ত ৩০ কোটি শিশুকে টিকাদান ও জিএভিআই সহায়তাপুষ্ট দেশগুলোর ৮০ লাখ পর্যন্ত মানুষের জীবন বাঁচাতে পারে।’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বুরকিনা ফাসো’র প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরেসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Leave a reply