Site icon Jamuna Television

চিলিতে বিক্ষোভের মুখে পোপ ফ্রান্সিস

চিলিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ক্যাথলিক ধর্মযাজকদের শিশু নির্যাতনের অভিযোগে পোপের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগীরা।

পোপের সফরের আগে চিলির অন্তত ৮টি গির্জা তছনছ করে বিক্ষোভকারীরা। ২০১১ সালে ফাদার ফার্নান্দো কারাদিমার বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ ব্যাপক সমালোচনার জন্ম দেয় চিলিতে। তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতিও দেয় ভ্যাটিকান। সে সময় তার পক্ষ নেয়া আরেক ধর্মযাজক হুয়ান বারোসকে, বিশপ পদমর্যাদায় ভূষিত করায় সমালোচনার মুখে পড়েন পোপ ফ্রান্সিস।

এসব অভিযোগের ব্যাপারে সহমর্মিতা জানিয়ে পোপ সান্টিয়াগোতে প্রার্থনা সভায় বলেন, ক্ষতিগ্রস্তদের কষ্ট অনুধাবন করে ভ্যাটিকান। অল্প কিছু লোকের অপরাধের ফলে চিলির যাজক সমাজের সুনাম নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version