Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হতে পারে জার্মানি বা পর্তুগাল

চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনালের ভেন্যু হতে পারে জার্মানি অথবা পর্তুগাল। আগামী ১৭ জুন উয়েফার নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত।

২০১৯-২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবার কথা ছিলো তুরস্কে। করোনা মহামারি না হলে গেলো সপ্তাহেই হয়ে যেতো ফাইনাল। শুধু ফাইনালের জন্যই নতুন ভেন্যু দেখা হচ্ছে না।

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সহ চ্যাম্পিয়ন্স লিগের বাকি থাকা ম্যাচের সবগুলোই এক ভেন্যু আয়োজনের কথা পরিকল্পনা করছে আয়োজকরা। এদিকে ফাইনালের জন্য পর্তুগালের বেনফিকার হোম গ্রাউন্ডকে আর জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের মাঠকে প্রাথমিকভাবে চিহ্নিত করে রেখেছে।

Exit mobile version