Site icon Jamuna Television

করোনার নমুনা পরীক্ষায় ভোগান্তির অভিযোগ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর দিতে হচ্ছে নমুনা।

আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে একই চিত্র দেখা যায়। সাধারণ মানুষের অভিযোগ, সকাল ১০টা থেকে নমুনা সংগ্রহের সময় নির্ধারিত থাকলেও তা শুরু হয় ১১টার পর। দীর্ঘ সময় তাদের রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। অনেকে লাইন ছাড়া ভেতরে ঢুকে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

সকল অব্যবস্থাপনা দূর করে নমুনা পরীক্ষায় গতি আনার দাবি সাধারণ মানুষের।

Exit mobile version