প্রথম ফুটবলার হিসেবে বিলিওনিয়ার হলেন রোনালদো

|

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক বিলিয়ন ডলার আয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

বিলিয়নিয়ার হওয়ার পথে সবশেষ এক বছরে ১০৫ মিলিয়ন মার্কিন ডালার আয় করেছেন রোনালদো। অ্যাথলেটদের মধ্যে যা দ্বিতীয় সেরা। ক্লাবের সাথে অনবদ্য চুক্তির পাশাপাশি নামীদামি ব্র্যান্ডের সাথে চুক্তি রোনালদোর এই আয়ের উৎস।

এর আগে বিশ্বে দুই জন অ্যাথলেট খেলোয়াড় জীবনে বিলিওনিয়ার হওয়ার কীর্তি গড়েছেন। তারা হলেন গলফ তারকা টাইগার উডস আর মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার।

শুধু তাই নয় লকডাউনের এই সময়ে কেবল ইনস্টাগ্রাম থেকেই বাংলাদেশি টাকায় ২০ কোটি ২৩ লাখ টাকা আয় করেছেন রোনালদো। যা অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় সেরা মেসির আয় প্রায় ১৪ কোটি টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply