বন্যপ্রাণি বাঁচাতে ট্রেনে হর্নের পরিবর্তে বাজবে কুকুরের ডাক!

|

দুর্ঘটনা এড়াতে জাপানে ট্রেনে এমন হর্ন প্রতিস্থাপন করা হবে যা কুকুর এবং হরিণের মতো ডাক দিবে। টোকিওর আসাহি সিমবান পত্রিকার বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

জাপানের রেলওয়ে টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (আরটিআরই) রেল লাইনে ব্ন্যপ্রাণি, বিশেষ করে হরিণের মৃত্যু কমানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে। গবেষকদের মতে, তিন সেকেন্ড হরিণের ডাক অন্যান্য প্রাণীদের মনোযোগ আকর্ষণ করবে আর বিশ সেকেন্ড কুকুরের ডাক প্রাণীদের রেল লাইন থেকে দূরে সরাতে বাধ্য করবে।

আরটিআরআই এর গবেষকরা বলছে, পরীক্ষামূলকভাবে এটি শুধু রাতের ট্রেনে ব্যবহার করা হবে। যেসব স্থানে হরিণ রেল লাইনে এসে উৎপাত করে শুধুমাত্র সেসব স্থানে কুকুর এবং হরিণের ডাকের মতো হর্ন দেওয়া হবে। তবে লোকালয়ে ট্রেনের স্বাভাবিক হর্ন দেওয়া হবে।

জাপানে রেল লাইনে হরিণের উৎপাত বাড়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, ট্রেনে চাকা এবং লাইনের সংঘর্ষে এক ধরনের আয়রন তৈরি হয়। এই আয়রন খাওয়ার জন্য হরিণের দল রেল লাইনে ভিড় জমায়।এতে প্রতি বছর প্রায় ৫,০০০ হরিণের প্রাণ যায় ট্রেনের সাথে সংঘর্ষে। পাশাপাশি এই সংঘর্ষের ফলে প্রায়ই ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়ে।

যমুনা অনলাইন: এএস/

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply