করোনা আক্রান্ত চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকা আনা হলো

|

করোনায় আক্রান্ত চিকিৎসক নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে হেলিকপ্টারে করে শুক্রবার ঢাকায় আনা হয়েছে। তিনি ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।

নাহিদকে ঢাকায় আনার যাবতীয় ব্যবস্থা বিমান বাহিনী করেছে জানিয়ে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদকে নিয়ে রাত ৮টা ২ মিনিটে যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি থেকে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। হেলিকপ্টারটি রাত ৮টা ৫০ মিনিটে ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অবতরণ করে। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডা. নাহিদ সিরাজ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। যশোরেই তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

চিকিৎসক নাহিদের সঙ্গে তার সহকর্মী আনজুম সোনিয়া ও উত্তম রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply