আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ায় মোমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী তাসমিরাকে আটক করেছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে পুলিশ আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি শ্রমিক কলোনি থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি উদ্ধার করতে যাওয়া পুলিশ কর্মকর্তা এসআই টুম্পা।
নিহত মোমিনুল ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থানার চন্দ্ররিয়া গ্রামের আমির আলির ছেলে। আর তাসমিরার বাড়ি পিরোজপুর জেলার বোচাগঞ্জ থানার ছেনিহারা গ্রামে।
Leave a reply