Site icon Jamuna Television

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের বোর্ড গঠন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড বসবে আজ বিকাল ৪টায়।

রাজিউল হকের নেতৃত্বে বোর্ডে ডা. দ্বীন মোহাম্মদ, বিএসএমএমইউ’র অধ্যক্ষ ডা. কনক কান্তি বড়ুয়া থাকবেন। বোর্ডের মিটিং শেষে বিকাল সাড়ে ৪টায় চিকিৎসকরা ব্রিফ করবেন।

এর আগে, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাসিমের শারীরিক অবস্থার অবনতি হলে মস্তিষ্কে অস্ত্রপচার করা হয়। আগামী ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকালে তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খবরাখবর রাখছেন।

Exit mobile version