করোনা সংক্রমণ রোধে রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী এলাকা পরীক্ষামূলকভাবে কাল থেকে লকডাউন করা হতে পারে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শনিবার রাতে এ কথা জানানো হয়।
এরআগে রাজধানী ঢাকাকে রেড, ইয়েলো, গ্রিন- তিন জোনে ভাগ করে করোনা সংক্রমণ প্রতিরোধের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, সরকার নতুন করে সাধারণ ছুটিতে ফিরতে চায় না। বিশেষজ্ঞদের পরামর্শে এখন জোনিং করার কার্যক্রম চলছে।
জানা গেছে, আগামীকাল রোববার থেকেই রেড জোনে লকডাউনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। সারা দেশে বুধবার নাগাদ শুরু হতে পারে জোনিং কার্যক্রম। প্রাথমিকভাবে এক লাখ জনগোষ্ঠির মধ্যে ৩০ জন আক্রান্ত থাকলে রেড, ৩ থেকে ২৯ জন পর্যন্ত ইয়েলো এবং ২ জনের কম বা আক্রান্ত না থাকলে সেটিকে গ্রিন জোন বলা হবে। রেড জোনে থাকবে সর্বোচ্চ কড়াকড়ি।
টিবিজেড/
Leave a reply