সরাইলে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৩টি গ্রাম, শিশুসহ আহত ১৫

|

সরাইলে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৩টি গ্রাম

সরাইলে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৩টি গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সরাইলের ৩ টি গ্রাম। আহত হয়েছে ৬ শিশুসহ অন্তত ১৫ জন। শনিবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল (শান্তিনগর), কুচনি ও বুড্ডা গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে এ ঘূর্ণিঝড়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালের দিকে শুরু হয় ঘূর্ণিঝড়। এই ঝড়ে শুধু একটি ইউনিয়ন নোয়াগাঁও এর তিনটি গ্রাম লণ্ডভণ্ড করে দেয়। অল্প সময়ের ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় কুচনি, বুড্ডা ও শান্তিনগর গ্রামের ২০ থেকে ৩০টি বসতঘর। ভয়াবহ এ তাণ্ডবে তিন গ্রামে আহত হয়েছে ১৫ জন। এর মধ্যে ৬ জনই শিশু। আহতদের মধ্যে রাজিয়া বেগম নামে একজন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা জানান, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি করে চাল সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনও। ইউএনও আরও বলেন, পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply