কুষ্টিয়া জেলা প্রশাসক করোনাভাইরাসে আক্রান্ত

|

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল তিনি সর্দি জ্বরে আক্রান্ত হলে কোভিড-১৯ এর পরীক্ষার জন্য আজ সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। বিকেলে পরীক্ষার রিপোর্ট আসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

জেলা প্রশাসক আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম।

তিনি যমুনা টেলিভিশনকে জানান, আজ কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়া জেলার ৬৮ টি নমুনার মধ্যে ৭ জনের করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরমধ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনও আছেন।

জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানা গেছে, জেলা প্রশাসকের শারীরিক অবস্থা ভালো এবং তিনি ডিসি বাংলোতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

জেলা প্রশাসক আসলাম হোসেনের সাথে দায়িত্ব পালন করা জেলা প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে আর কোন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত কি না।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply