কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে দু’দিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে করোনার নমুনা পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা পরীক্ষায় সর্বাধিক পজেটিভ রিপোর্ট এসেছে।
গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০৮ জনের পজেটিভ রিপোর্ট আসে। এটি জেলায় একদিনে সর্বাধিক সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা ৯৬৯ জন।
কক্সবাজার সদর ও শহরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় প্রশাসন কক্সবাজার শহরকে রেড জোন ঘোষণা করে। শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের একাধিক টিম আইন শৃংখলা বাহিনীর সহায়তায় লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে।
এসময় রাস্তা-ঘাট ছিল প্রায় ফাঁকা। অল্পসংখ্যক যানবাহন রাস্তায় চলাচল করতে দেখা গেছে। শহরের অফিস আদালত, দোকান পাট ছিল বন্ধ। শুধু মাত্র ঔষধের দোকান গুলো ছিল খোলা।
এছাড়া পাড়ায় মহল্লায় ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা লকডাউন কার্যকর করতে তৎপর ছিলেন। পাড়া-মহল্লার দোকান পাটও এসময় বন্ধ ছিল।
Leave a reply