পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর করোনা শনাক্ত

|

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার পজেটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

মন্ত্রীর স্বজনরা জানিয়েছেন, আজ সকালে বীর বাহাদুর উশৈসিংকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় নতুন করে আরও ৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এছাড়া করোনায় আক্রান্ত অন্যরা হলেন- জেলা সদরের হাফেজঘোনার বাসিন্দার জেলা কৃষি ব্যাংকের ম্যানেজার পরিবারের ৩ জন, পার্বত্য জেলা পরিষদের কর্মচারী গোরস্তান মসজিদ এলাকার বাসিন্দার ১ জন এবং রুমা উপজেলার ৩ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply