ব্যস্ত জীবনযাত্রা, খাবার ও শরীরে প্রতি সঠিক মনোযোগ না দেয়ায় অল্প বয়সেই কারো কারো চুল পেকে যাচ্ছে। পাকা চুল কালো করতে অনেকে হেয়ার কালার ব্যবহার করে। তবে এতে রাসায়নিক থাকে; যা চুলের জন্য ক্ষতিকর। অকালে পাকা চুল রঙ করতে পারেন ঘরোয়া উপায়ে।
বিটের রস
চুল লাল করতে ব্যবহার করুন বিটের রস। বিটের রসে নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার চুলে ভালোভাবে লাগান এবং এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
কফির রঙ
কফি চুলের রঙের জন্য ব্যবহার করতে পারেন। সাদা চুল আড়াল করতে কফি বেশ সহায়ক। কফিতে এক কাপ লিভ-ইন কন্ডিশনার মিশ্রিত করুন। এরপর মিশ্রণটি চুলে ভালো করে লাগান। মিশ্রণটি চুলে ১ থেকে ২ ঘণ্টা রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন।
মেহেদির রঙ
চুল রঙ করার জন্য মেহেদি সবচেয়ে কার্যকর। মেহেদিতে দই বা চা পাতার পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর চুলে ভালোভাবে লাগান। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন।
Leave a reply