বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায়ও করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ৪ হাজার ১৬১ জন। রোগী শনাক্ত হয়েছে আরও এক লাখ ২৬ হাজারের বেশি।
তবে, গেলো এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭০৬ জনের মৃত্যুর রেকর্ড দেখলো যুক্তরাষ্ট্র। বর্ণবাদ ইস্যুতে গোটা দেশ উত্তাল থাকায় কমে এসেছে নমুনা পরীক্ষার পরিমাণ। তবে, একদিনে ২৩ হাজারের মতো মানুষের শরীরে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে।
ব্রাজিলেও এক সপ্তাহ পর হাজারের নীচে নামলো প্রাণহানি। ২৪ ঘণ্টায় ৯১০ জনের মৃত্যু দেখলো লাতিন দেশটি; শনাক্ত সাড়ে ২৭ হাজারের মতো রোগী। এদিকে, নতুনভাবে করোনার হটস্পটে পরিণত হচ্ছে মেক্সিকো। দেশটিতে একদিনে মারা গেছেন ৬২৫ জন, সবমিলিয়ে ১৩ হাজার ছাড়ালো প্রাণহানি।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় ৪ লাখ ছাড়িয়েছে প্রাণহানি; সংক্রমিত ৭০ লাখের মতো মানুষ। স্বস্তির কথা সুস্থ হয়েছেন ৩৪ লাখের বেশি।
Leave a reply