টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

|

কক্সবাজারে মরিচের বস্তায় মিলল ৪০ হাজার পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. শরীফ (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিল। তিনি শালবাগান (২৬ নং ক্যাম্প) রোহিঙ্গা ক্যাম্পের মো. ছালামের ছেলে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় তাদের দুই সদস্য আহত হন বলেও দাবি করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, ডাকাত জকির তার সদস্যদের নিয়ে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় অস্ত্রসহ অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত জকির তার সহযোগীসহ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে এএসআই আমির হোসেন ও কনেস্টেবল মোঃ আজিজ আহত হয়।

এসময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলি করতে করতে পাহাড়ের গহিনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্রসহ সাত রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারের দাবি করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply