মালিতে জাতিগত সহিংসতায় ২৬ জনের প্রাণহানি

|

আফ্রিকার দেশ মালিতে জাতিগত সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ২৬ জনের। নিহতদের সবাই ফুলানি সম্প্রদায়ের।

কর্তৃপক্ষ জানিয়েছে, মোপতি প্রদেশের ফুলানি অধ্যুষিত একটি গ্রামে হামলা চালায় দুবৃত্তরা। জ্বালিয়ে দেয়া হয় পুরো গ্রাম। ধারালো অস্ত্র দিয়ে নির্যাতনের অভিযোগও করে বাসিন্দারা। হামলায় গ্রাম প্রধান নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে, অঞ্চলটিতে তুয়ারেগ আর ফুলানি আদিবাসীদের মধ্যে সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। জমির মালিকানা আর পানি নিয়ে বিরোধের জেরে গোষ্ঠী দু’টির সংঘাতে প্রাণ গেছে হাজার হাজার মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply