আইসিইউতে আল্লামা শফী, অবস্থা সংকটাপন্ন

|

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

রোববার রাত সাড়ে আটটার দিকে আল্লামা শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে প্রেরণ করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. আফতাবুল কবির জানান, রাতে তাকে চমেক হাসপাতালে আনা হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। অবস্থা ভালো না হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

আল্লামা শফির করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।

১০৩ বছর বয়সী আল্লামা শফী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসা নিয়ে হাটহাজারী মাদরাসায় অবস্থান করছিলেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply