বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো চার লাখ পাঁচ হাজার। গেল ২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ১৩ হাজারের মতো। মোট আক্রান্ত ৭০ লাখ ৮২ হাজার।
রোববার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে চিলি। লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ২১শ’। আক্রান্ত এক লাখ ৩৪ হাজারের বেশি। প্রতিবেশী ব্রাজিলে প্রাণ গেছে সাড়ে ৫শ’ মানুষের। মোট মৃত্যু সাড়ে ৩৬ হাজার। আক্রান্ত প্রায় সাত লাখ।
আড়াই মাস পর করোনায় একদিনে ৪শ’র কম মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি এক লাখ সাড়ে ১২ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। মেক্সিকো-পেরুতেও মারা গেছেন আরও পাঁচ শতাধিক মানুষ।
যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশেই অনেকটা কমেছে নতুন সংক্রমণ ও মৃত্যু। স্বস্তির কথা সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লাখ ৫৪ হাজার মানুষ।
Leave a reply